বাবার ধামে ( পার্ট ১)
বেনারসে শেষ এসেছিলাম ৯৮ সালে। শীতের সকালে সংকীর্ণ গলির মধ্যে দিয়ে বিশ্বনাথদর্শন করে মাথায় হাত , নূতন জুতো জোড়া গায়েব। কি আর করি , খালি পায়ে দশাশ্বমেধ ঘাটে এসে নৌকা ভাড়া নিয়ে বেনারসের বিখ্যাত ঘাটগুলি পরিদর্শন শেষ করে , সদ্য খোলা দোকান থেকে জুতো কিনে গেস্ট হাউসে ফিরছিলাম। সেইদিন চারটে নাগাদ দুন এক্সপ্রেসে বুকিং ছিল। তখন ল্যান্ড লাইনের যুগ। ফোনে বল্ল দুইঘন্টা লেট। হিসাব করে স্টেশনে গিয়ে শুনলাম ট্রেন টাইম মেক আপ করে অলরেডি চলে গিয়েছে। স্টেশনের কুলিরা বুদ্ধি দিল ট্যাক্সি করে মুঘলসরাই চলে যান , ভাগ্য ভাল থাকলে পেয়ে যাবেন। দুই ছোট বাচ্চা সমেত ইস্ট নাম জপতে জপতে ট্যাক্সি করে যখন মুঘলসরাই পৌঁছালাম , ট্রেন তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সে এক অনন্য অভিজ্ঞতা ছিল। দীর্ঘ ২৭ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিশ্বনাথ মন্দিরের নূতন প্রশস্ত করিডোর হয়েছে। অননলাইনে সুগম দর্শনের টিকিট কাটা যাচ্ছে। এবারে আমার সফরসঙ্গী কলেজের ক্লাসমেট ও পরবর্তী জীবনে একই কোম...